RCC Work and Some Important Tips

ফর্মওয়ার্ক বা সাটারিং:

  • এলাইনমেন্ট ঠিক মত করা হয়েছে
  • পরিস্কার আছে কিনা দেখতে হবে
  • স্টিলের হলে এর তলে তেল দেয়া আছে কিনা দেখতে হবে
  • কাঠের হলে এর ভেতরের দিকের তল সমান বা স্মুথ আছে কিনা দেখতে হবে
  • খেয়াল রাখতে হবে যে পানি বের হতে না পারে
  • সাটারিং এর সাপোর্ট ঠিক মত দেয়া আছে যাতে করে কাজের সময় নড়ে না যায় বা ভেঙে না যায়
  • কাঠের সাটার হলে জয়েন্টে পাতলা টিনের ফিতা দিয়ে বন্ধ করে দিতে হবে। সম্ভবত এই পাতলা টিনের ফিতাকে লোকাল ভাষায় ময়ুরী বলে
  • স্টিলের শাটারের জয়েন্টের মাঝে ফোম বা জুট টেপ দিতে হবে
রডের পরীক্ষা
  • রড ড্রয়িং অনুযায়ি ঠিকমত বিছানো হযেছে কিনা দেখতে হবে
  • রিবার বা রডগুলি সোজা থাকতে হবে
  • রিবারের ডায়া ঠিক থাকতে হবে
  • রিবারের স্পেসিং ঠিক থাকতে হবে। সেই জন্য তিন এর অধিক একসাথে স্পেস মেপে তারপর গড় করে একটা নিতে হবে।
  • হুক এবং বেন্ডিং ঠিকমত আছে কিনা লক্ষ্য রাখতে হবে
  • ল্যাপ লেন্থ ঠিক মত আছে কিনা দেখতে হবে
  • জি আই তার দিয়ে মজবুত বাধন দিতে হবে
  • এতে ব্যবহুত ব্লক এর পুরুত্ব ঠিক থাকতে হবে এবং ব্লক সাধারণত এক : এক (বালু : সিমেন্ট) এ বানানো হয়
  • এতে কোন মরিচা থাকা যাবে না।
  • এতে কোন ক্র্যাক তাকা যাবে না
  • রডের মাঝে (স্পেসিং) কমপক্ষে এক ইঞ্চি ফাকা দুরত্ত থাকতে হবে
কাজ শুরুর পুর্বে:
  • মালামাল ও যন্ত্রপাতি ঠিকমত আছে কিনা দেখতে হবে
  • লেবার ও মিস্ত্রি আছে কিনা দেখতে হবে
  • ভাইব্রেটর মেশিন চালু আছে কিনা দেখতে হবে।
  • ভাইব্রেটর অপারেটর থাকতে হবে
  • রাতে কাজ হলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে
  • কনসিল কোন পাইপ থাকলে তা দেওয়া আছে কিনা দেখতে হবে
  • কোন ডাক্ট থাকলে সেটা দেখে নিতে হবে 
  • সাটার রিপেয়ারের জন্য মিস্ত্রি রেখে দিতে হবে
  • ল্যাবে পরীক্ষার জন্য সিলিন্ডার রেডি আছে
ঢালাই এর সময়:
  • তিন টি সিলিন্ডার নিতে হে
  • দুইজন মিস্ত্রি ঢালাইয়ের সময় সাটারিং ঠিক করার জন্য রেখে দিতে হবে
  • পাঁচ ফুটের বেশি উপর থেকে কংক্রিট ঢালাই করা যাবে না
  • ভাইব্রেটর ঠিকমত করতে হবে
  • কংক্রিট এর লেভেল ঠিকমত থাকতে হবে
  • কংক্রিট সার্ফেসের ফিনিশিং ভাল হতে হবে
ঢালাই এর পরে লক্ষনীয়
  • কিউরিং ঠিকমত করতে হবে
  • যথেষ্ট সময় পর্যন্ত কিউরিং করতে হবে
  • সাটার নির্দিষ্ট সময়ের পরে খুলতে হবে
  • শাটার খোলার সময় নিয়মমাফিক খুলতে হবে
  • কংক্রিট টেস্টের মান যদি উপযুক্ত না আসে তাহলে স্ট্রাকচার ভেঙে আবার নতুন করে করতে হবে

0 comments:

Post a Comment