Room Sizes - What Are Excellent Dimensions?

বিভিন্ন অংশ

নিয়মাবলী

প্লিন্থ

উচ্চতা 150 মিমি বা 6 ইঞ্চির কম হবে না।

লিভিং রুম বা ড্রয়িং রুম

উচ্চতা 2.75 মিটার এর কম হবে না।

আয়তন 9.5 বর্গমিটার এর কম হবে না।

কোনপাশের দৈর্ঘ্য 2.4 মিটার এর কম হবে না।

রান্নাঘর

উচ্চতা 2.75 মিটার এর কম হবে না।

আয়তন 5 বর্গমিটার এর কম হবে না।

কোনপাশের দৈর্ঘ্য 1.8 মিটার এর কম হবে না।

টয়লেট

মাঝের খালি উচ্চতা 2 মিটার এর কম হবে না।

সাইজ 1.8 বর্গমিটার এর কম হবে না।

স্টোর রুম

উচ্চতা 2.2 মিটার এর কম হবে না।

আয়তন 3 বর্গমিটার এর কম হবে না।

গ্যারেজ

উচ্চতা কমপক্ষে 2.4 মিটার হতে হবে।

আয়তন কমপক্ষে 2.5 মিটার X 5 মিটার হতে হবে।

সিড়ি

বাসার জন্য চওড়া 1 মিটার, হলরুমের জন্য 1.5 মিটার, প্রতিষ্ঠানের জন্য 2 মিটার।

পাদানি বা ধাপের চওড়া কমপক্ষে 250 মিমি

একটা ধাপের উচ্চতা 150 মিমি।

যেকোন জায়গাতে খাড়া খালি উচ্চতা (হেডরুম) 2.2 মিটার।

আলো-বাতাসের ব্যবস্থা

আলো-বাতাসের প্রবেশের জন্য কমপক্ষে নিচের মত খোলা দেয়াল থাকতে হবে

1. গরম আবহাওয়াতে মেঝের দশ ভাগের এক ভাগ পরিমাণ

2. ভেজা গরম আবহাওয়াতে মেঝের ছয় ভাগের এক ভাগ

3. সাধারণ আবহাওয়াতে মেঝের আট ভাগের এক ভাগ।

Post a Comment

Previous Next

نموذج الاتصال