Some Well-Known Quality Description

মাইল্ড স্টিল

এর উপরিভাগ বা পৃস্ঠে কোন ফাটল থাকবে না
এতে কোন ময়লা থাকবে না, বিশেষ করে তৈলাক্ত কোন ময়লা
একে বাকা (90-120 ডিগ্রী) করার পর আবার পুর্বের অবস্থায় ফিরে আনলে, পুর্বের মতই থাকবে। এর আকার পরিবর্তন হবে না।

সবগুলো রডের ডায়া বা ব্যাস একই থাকবে
প্রতি ঘনমিটারে ওজন 7850 কেজি হতে হবে। এর কম হলে চলবে না।
সিমেন্ট

সিমেন্টের রং সবুজাভ ধুসর রঙের হতে হবে
এর মধ্যে হাত দিলে ঠান্ডা অনুভত হবে
কিছু সিমেন্ট পানির উপর ছেড়ে দিলে এর উপরে কয়েক মিনিটের মত উপরে ভাসবে
এর মধ্যে কোন ময়লা বা অন্য কোন কিছু থাকবে না
কিছু সিমেন্ট দুই আঙ্গুলে নিয়ে ঘষলে পিছলা বা মিহি বা মসৃণ অনুভত হবে
প্রতি ঘণমিটারে এর ওজন ১৪৪০ কেজির কম হবে না।
প্রাথমিক জমাট বাধার সময ৪৫ মিনিটের কম হবে না এবং সম্পুর্ণ জমাট বাধার সময় ১০ ঘন্টার বেশি হবে না।
পাথর

এর গ্রেডিং বা বিভিন্ন সাইজের মিশ্রণ ভাল হতে হবে
এতে কোন জিবাস্ম বা অন্য কোন পদার্থ মিশ্রন থাকতে পারবে না
এটি অবশ্যই পর্যাপ্ত শক্ত হতে হবে
এর ওজন ১৬১০ কেজির বেশি হতে হবে প্রতি ঘণমিটারে
এতে ৩% এর বেশি ময়লা থাকতে পারবে না
বালু

এতে কোন জৈব রাসায়নিক পদার্থ থাকতে পারবে না
হাতের তালুতে নিয়ে ঘষলে এর হাত ময়লা হবে না
পানিতে বালি গুলিয়ে কিছুক্ষন রাখলে পানি যদি পরিস্কার হয়ে যায় তাহলে বুঝতে হবে এতে ময়লা আছে

0 comments:

Post a Comment