When Corner Reinforcement is Provided

স্লাবের ডিসকন্টিনিউনাস(অপ্রসারনশীল) প্রান্ত যখন সাপোর্টের ওপর অবস্থান করে, কার্নীস হিসেবে বাডতি অংশ থাকেনা।
কেন দিবেন?
কারন তাপমাত্রার তারতম্যজনিত কারনে স্লাবের সংকোচন প্রসারন হয়ে থাকে।সংকোচন এর ফলে স্লাবের অপ্রসারনশীল
প্রান্ত ছিটকে সরে আসতে চায়। স্লাবের এই সরে আসা প্রতিরোধ করতে, অপ্রসারনশীল প্রান্তের কলাম বরাবর কর্নার রিইনফোর্সমেন্ট ব্যাবহৃত হয়। তবে কার্নিস ব্যাবহার করলে কর্নার রিইনফোর্সমেন্ট দেয়া লাগবে না।
সম্পর্কে বিস্তারিত পরবর্তী পোস্টে।

Post a Comment

Previous Next

نموذج الاتصال