ফাউন্ডেশন একটি বিল্ডিং বা কাঠামোর জন্য অনেক গুরুত্বপুর্ণ। কিন্তু কেন এই ফাউন্ডেশন ? এটি না করলে কি হতো ? আসুন ফাউন্ডেশনের কার্যকারীতা সম্পর্কে কিছু জানি
- ভার বহনের তিব্রতা কমানোর জন্য। যেমন ধরুন একটি কলামে লোড আসলো ৩৮৪ কিলো পাউন্ড। এবং এই কলামের সাইজ ধরে নিলাম ১৬ ইঞ্চি এবং ১২ ইঞ্চ। এখন তাহলে কলামের ক্ষেত্রফল ১৬ X ১২ = ১৯২ বর্গ ইঞ্চ। তাহলে প্রতি বর্গ ইঞ্চিতে লোড আসলো ৩৮৪/১৯২ = ২ কিলোপাউন্ড বা ২০০০ পাউনড। এখন এই লোড যদি সরাসরি মাটির উপর দেয়া হয়, তাহলে মাটি সেই লোড নিতে পারবে না। কলাম মাটি ভেদ করে বা ছিদ্র করে নিচে চলে যাবে। ধরি মাটির বিয়ারিং ক্যাপাসিটি ২ টি.এস.এফ বা ২ X ২০০০ = ৪০০০ প্রতি বর্গ ফুটে বা ৪০০০/১৪৪ = ২৮ পাউন্ড প্রতি বর্গ ইঞ্চিতে। সুতরাং এখানে দেখতে পাচ্ছি যে মাটির ক্ষমতার চেয়ে কলামের অর্পিত বিল্ডিং এর লোড ২০০০/২৮ = ৭২ গুন বেশি। সুতরাং এই তিব্রতা কমানোর জন্য কলামের সাইজ ৭২ গুন বাড়িয়ে দিতে হবে। তাই ফাউন্ডেশনের আকার হবে ৭২ X ১৯২ = ২৩০৪ বর্গ ইঞ্চ বা ২৩০৪/১৪৪ = ১৬ বর্গফুট।
- সমভাবে লোড ছড়ানো। যেমন ধরুন দুইটি কলাম আছে এবং একটি কলামের লোড অপেক্ষা অন্য কলামের লোড বেশি। কম্বাইন ফাউন্ডেশন এ এই দুইটি কলামের লোড একটি ফাউন্ডেশনের মাধ্যমে সমভাবে ছড়িয়ে দেয়া হয়। অথবা একাধিক কলামের বিভিন্ন লোড ম্যাট ফাউন্ডেশনের মাধ্যমে মাটিতে সমভাবে ছড়ানো হয়, যদিও বিভিন্ন কলামের লোড বিভিন্ন হয়।
- ফাউন্ডেশন একটি সমান পাটাতন তৈরি করে যার উপর কাঠামোটি দাড় করানো হয়।
- এটি কাঠামোকে মাটির সাথে আটকে রাখে। যাতে করে আনুভুমিক লোড (ভুমিকম্প, বাসাতের লোড বা কম্পনের) এর কারণে কাঠামোটি সরে না যায়
- কাঠামোর তলার মাটিকে সরে যাওয়া থেকে রক্ষা করে। এতে করে কাঠামো ঝুকি মুক্ত হয়।
0 comments:
Post a Comment